সবসময় আপনাকে জিততেই কেন হবে? কখনো হেরে যাওয়ার মাঝেও জিতে যাওয়ার চেয়ে বেশি সুখ থাকে। প্রিয়জনের কাছে লুডু খেলায় হেরে যান ইচ্ছে করে, হেরে যান দাবা খেলায় ভুল গুটি চালিয়ে। আপনাকে হারাতে পেরে তার যে খুশির এক্সপ্রেশন পাবেন, তার বিজয়ী চেহারাটা আপনাকে যে অনুভুতি দিবে, সেটা আপনি জিতে গিয়েও পেতেন না। এভাবেও তো প্রিয়জনকে সুখে রাখা যায়, এভাবেও তো নিজে ভালো থাকা যায়। 


বাবার মুখের গল্পটা শুনামাত্র কেন আপনাকে বলতেই হবে, "হ্যা গল্পটা আমি আগেও শুনেছি।" বাবার মুখ থেকে যখনই কোনো গল্প শুনবেন তখন সেটা এমনভাবে শুনুন যেন জীবনে এত ভালো গল্প আর কোনোদিনও শুনেননি। দেখেবন আপনাকে এই বয়সে কিছু একটা শিখাতে পেরে আর সেখানে আপনার মনযোগ দেখে বাবা এত খুশি হবেন যে, যা আপনার দেখতেই ভালো লাগবে। এভাবে স্বল্পশিক্ষিত বাবার কাছে উচ্চশিক্ষিত ছেলের শিখতে চাওয়ার মাঝেও সুখ থাকে। এভাবেও তো সুখে থাকা যায়। 


আপনার কোনো আচরণে কেউ কষ্ট পেলে, তখনই কেন তার কাছে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাজারটা যুক্তি দেখাতে হবে? এসব পড়েও দেখানো যায়। জাস্ট বিনয়ের সাথে হাত জোড় করে একবার 'সরি' বলেই দেখুন না, কলিজা ঠান্ডা হওয়ার মত একটা শান্তি পাবেন। একটা 'সরি' বলার কারণে একটা যুদ্ধও থেমে যেতে পারে। জাস্ট বলাটা প্র‍্যাকটিস করেই দেখুন না হয়। এভাবেও তো ভালো থাকা যায়৷ 


সবসময় সবকিছুতে কেন আপনাকেই জিততে হবে? মাঝে মাঝে একটাবার হেরে যাওয়ার প্র‍্যাকটিসটা করেই দেখুন না হয়, এ এক অন্যরকম সুখ দিবে। 


ফোনে ওয়েটিং পেলে বিশেষ কেউ আপনাকে সন্দেহ করে? ঝগড়া করে? খুব রাগ করে? তাকে তা করতে দিন। যে বিশেষ মানুষটি আপনাকে ফোনে ওয়েটিং পেয়ে সন্দেহ করছে, এটা নিয়ে ঝগড়া করছে ;বিশ্বাস করুন এই পৃথিবীতে আপনাকে ভালোবাসে এরকম নিখাদ যে হাতেগোনা দু'চারজন মানুষ আছে, উনি তাদের একজন। তাঁর সন্দেহ হয় কিন্তু আপনাকে খারাপ ভাবে না। তাঁর মধ্যে একটা ভয় কাজ করে সবসময়। হ্যা, আপনাকে হারিয়ে ফেলার ভয়। মাঝে মাঝে প্রিয়জনদের এরকম ভয়ই বলে দেয় ভালোবাসাটা কতটা গভীরে। সব বিষয়ে রিয়াক্ট করাটাই তো বোকামি। বরং খুশি হোন কেউ আপনাকে হারিয়ে ফেলার ভয়ে ফোনে ওয়েটিং এ পেয়েও সন্দেহ করে। মানে এই পৃথিবীতে কেউ একজন আপনাকে শুধু একান্ত তার করে পেতে চায়। হাউ লাকি ইউ আর ম্যান! এভাবে চিন্তা করেও তো ভালো থাকা যায়। সবসময় কেন আপনাকেই সেরা হতে হবে, আপনাকেই কেন জিতে যেতে হবে সবসময়?